নিজস্ব প্রতিবেদন- ভাবিজি পাপড় শরীরে করোনার অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করবে। একটি বিশেষ সংস্থার পাপডে়র বিজ্ঞাপন দিয়ে এমনই দাবি করেছিলেন বিজেপি সাংসদ অর্জুন মেঘোয়াল। তবে ভাবিজি পাপড় এবার অতীত। বিজেপির আরেক সাংসদ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর নতুন কায়দা শেখালেন। আর সেই কৌশল শেখাতে গিয়ে তিনি নিজে কাদায় বসে শাখ বাজালেন। তাঁর সেই কাণ্ডের ভিডিয়ো ছড়িয়ে পড়ল আগুনের মতো। কেউ হাসলেন। কেউ বললেন, এই অতিমারির সময় নেতা-মন্ত্রীদের এমন মনগড়া পরামর্শের জন্য শাস্তি হওয়া উচিত। কেন্দ্রীয় সরকার, আইএমসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বারবার বলা হচ্ছে, অতিমারির সময় অযৌক্তিক কোনও পরামর্শ মেনে চললে বিপদ বাড়তে পারে। সেখানে নেতারা কীভাবে এসব মনগড়া পরামর্শ দিচ্ছেন! প্রশ্ন উঠছে।
from Zee24Ghanta : Nation News https://ift.tt/2DSMvAe
Friday, August 14, 2020
কাদায় বসে শাখ বাজিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কায়দা শেখালেন বিজেপি সাংসদ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment