একজন কংগ্রেস নেতা বলেছিলেন যে সোনিয়া গান্ধী রমা দেবীর সঙ্গে "সঙ্গে কথা বলছিলেন যখন স্মৃতি ইরানি তার দিকে আঙুল তোলেন। কংগ্রেসের দাবি স্মৃতি ইরানি বলেছেন, "তোমার সাহস হল কিভাবে, এমন আচরণ কোরো না, এটা তোমার পার্টি অফিস নয়..."। কংগ্রেস নেতা জানিয়েছেন, সোনিয়া গান্ধী দুবার স্মৃতি ইরানিকে বলেন যে তিনি কথা বলতে চাননা। কংগ্রেস সভাপতিকে হেনস্থা করা হয় এবং পরিস্থিতি সমস্যাজনক হয়ে ওঠে বলে জানিয়েছেন ওই নেতা।
from Zee24Ghanta : Nation News https://ift.tt/dhZqMCc
Thursday, July 28, 2022
Sonia Gandhi: 'রাষ্ট্রপত্নি' ইস্যুতে সংসদে তুমুল তরজায় স্মৃতি-সনিয়া
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment