News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

Thursday, August 11, 2022

রাজৌরিতে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত ২ সন্ত্রাসবাদী, হামলায় শহীদ ৩ জওয়ান

জম্মু থেকে প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে পারগাল এলাকায় এই গুলির যুদ্ধ শুরু হয়। তিনি জানিয়েছেন, ‘পরগাল রাজৌরিতে অন্ধকারের সুযোগে একটি পোস্টে ঢোকার চেষ্টাকারী ২ সন্ত্রাসবাদীকে সনাক্ত করে সজাগ সৈন্যরা।সন্ত্রাসবাদীদের নিষ্ক্রিয় করা হয়েছে।’ তিনি আরও বলেন যে পাঁচ জন সৈন্যও আহত হয়েছে এই ঘটনায়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং তাদের চিকিৎসা করা হচ্ছে।  

from Zee24Ghanta : Nation News https://ift.tt/F8aK1rC

No comments:

Post a Comment