গুলাম নবী আজাদ কংগ্রেস ছাড়ার পর, তাঁর সমর্থনে দল ছাড়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মঙ্গলবার গুলাম নবী আজাদের সমর্থনে দল থেকে পদত্যাগ করেছেন ৬৫ নেতা। এরপর বুধবারও দল ছাড়েন ৪২ নেতা। এই সব নেতারা বলছেন, তাঁরা গোলাম নবী আজাদের নবগঠিত দলে যোগ দেবেন। গুলাম নবী আজাদের সমর্থনে পদত্যাগ করেছেন দলের শতাধিক নেতা। এই নেতাদের মধ্যে প্রাক্তন ডেপুটি সিএমও তারা চন্দ রয়েছেন। সনিয়া গান্ধী কাছে একটি সম্মিলিত পদত্যাগ পত্র পাঠিয়েছেন নেতারা।
from Zee24Ghanta : Nation News https://ift.tt/GfbwqSk
Wednesday, August 31, 2022
কংগ্রেসের কঠিন সময়! আজাদের পথে হেঁটে পদত্যাগ করে 'হাত' ছাড়লেন আরও ৪২ নেতা
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment