রাহুল গান্ধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, জয়রাম রমেশ, পবন খেরা, সুপ্রিয়া শ্রীনাতে এবং দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মতো কংগ্রেস নেতারা জাতীয় পতাকার সঙ্গে নেহরুর একটি ছবি তাদের প্রোফাইল ছবি (ডিপি) হিসাবে রেখেছেন। ট্যুইটারে প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী নেহরুর ছবি শেয়ার করে হিন্দিতে লিখেছেন, ‘দেশের গর্ব আমাদের তেরঙা। আমাদের তেরঙা প্রতিটি ভারতীয়ের হৃদয়ে রয়েছে।’
from Zee24Ghanta : Nation News https://ift.tt/B0lzdwt
Wednesday, August 3, 2022
তেরঙা বনাম নেহরু, ট্যুইটারের ডিপির যুদ্ধে বিজেপি-কংগ্রেস
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment