News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

Saturday, August 27, 2022

গতির শিখরে বন্দে ভারত, ট্রায়ালেই গতিবেগ ছুঁল ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা

আগামী বছরের মধ্যে, ভারতীয় রেলওয়ে বিভিন্ন রুটে প্রায় ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। এখনও পর্যন্ত মাত্র দুটি বন্দে ভারত ট্রেন তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি ট্রেন দিল্লি থেকে বারাণসী রুটে চলে এবং অন্য ট্রেনটি দিল্লি থেকে কাটরা রুটে চলে। চণ্ডীগড় থেকে আম্বালা রুটের ট্রায়াল চলছে বলেও জানানো হয়েছে।

from Zee24Ghanta : Nation News https://ift.tt/lmindvL

No comments:

Post a Comment