আজাদি কা অমৃত মহোৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১২ মার্চ, ২০২১ সালে। আমাদের দেশের স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে ৭৫-সপ্তাহের কাউন্টডাউন শুরু হয়। ১৫ আগস্ট, ২০২৩ সালে, এক বছর পরে শেষ হবে এই উদযাপন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রবিবার ২ আগস্ট থেকে ১৫ অগাস্টের মধ্যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে 'প্রোফাইল' ছবি হিসাবে তেরঙা ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি জনগণকে 'হর ঘর তিরঙ্গা' প্রচারে যোগ দেওয়ারও অনুরোধ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আজাদির অমৃত মহোৎসব একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে এবং ২ থেকে ১৫ আগস্টের মধ্যে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল ছবি হিসেবে তেরঙাকে ব্যবহার করার আবেদন করেন।
from Zee24Ghanta : Nation News https://ift.tt/MNcVlS5
Tuesday, August 2, 2022
'Har Ghar Tiranga' campaign: বদলে গেল প্রধানমন্ত্রীর ছবি, তেরঙার ছোপ পড়ল মোদীর ছবিতে
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment