এবার স্বাধীনতার ৭৫ বছর পালন করছে গোটা দেশ। সেই উপলক্ষে 'আজাদি কি আমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদর (PM Narendra Modi) নির্দেশে দেশজুড়ে 'তেরঙ্গা যাত্রা'র (Har Ghar Tiranga) সূচনা হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি (BJP) এবং আরএসএস-এর (RSS) দেশভক্তি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদের একাংশ। যাঁদের কড়া ভাষায় উত্তর দিলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য (Tejasvi Surya)। একই সঙ্গে গান্ধী পরিবারের বিরুদ্ধে তোপ দাগেন এবং স্বাধীনতা অর্জনে বাল গঙ্গাধর তিলক, সাভারকর এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদানের কথা তুলে ধরেন তিনি।
from Zee24Ghanta : Nation News https://ift.tt/3CHJZlo
Saturday, August 13, 2022
Har Ghar Tiranga campaign: 'দেশের স্বাধীনতা যাঁরা আরএসএস-এর অবদান নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের ক্লাস করাবে বিজেপি'
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment