News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

Monday, August 1, 2022

Railway Station: আমূল বদলে যাচ্ছে প্রতিটি রেল স্টেশন, প্রস্তুত ব্লুপ্রিন্ট!

কন্যাকুমারীর জন্য ৬১ কোটি টাকা এবং নেল্লোরের জন্য ৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই জায়গায় প্রয়াগরাজ এবং চেন্নাইয়ের মতো বড় স্টেশনগুলি যথাক্রমে ৯৬০ কোটি এবং ৮৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ব্লুপ্রিন্ট শুধু রেলওয়ের আধুনিকরণের জন্য নয়। এর মাধ্যমে রেলওয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কীভাবে সম্ভব তাও দেখে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

from Zee24Ghanta : Nation News https://ift.tt/fdjG0Di

No comments:

Post a Comment