News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

Friday, September 2, 2022

KGF-ই কাল, সিনেমার নকলেই ৫ খুন কিশোর সিরিয়াল কিলারের!

 মধ্যপ্রদেশের সাগর শহরে তিন নিরাপত্তারক্ষীকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার এখানে একজন সিনিয়র পুলিস কর্তা এই খবর জানিয়েছেন। সাগর পুলিসের ডিরেক্টর জেনারেল অনুরাগ জানিয়েছেন, ‘এলাকার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে, আমরা অভিযুক্ত শিবপ্রসাদ ধ্রুবকে ভোরবেলা ভোপাল থেকে গ্রেফতার করেছি। আমাদের তদন্ত চলছে’। পুলিসের মতে, অভিযুক্ত গত পাঁচ দিনে চার জন প্রহরীকে খুন করার কথা স্বীকার করেছে। এর পাশাপাশি গত মে মাসে মৃত অবস্থায় খুঁজে পাওয়া আরেক প্রহরী হত্যার ক্ষেত্রে তার ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে অভিযুক্তের নাম শিবপ্রসাদ ধ্রুব। তার বয়স ১৯ বছর। সে সাগরের কেসারি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

from Zee24Ghanta : Nation News https://ift.tt/K60Nlev

No comments:

Post a Comment