News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

Sunday, March 12, 2023

1993 Mumbai Bomb Blast: অভিশপ্ত 'ব্ল্যাক ফ্রাইডে'! কীভাবে মৃত্যুপুরী হয়ে উঠেছিল মুম্বই? ৩০ বছর পর ফিরে দেখা

1993 Mumbai Bomb Blast: ঠিক ৩০ বছর আগের একটা তারিখ— ১২ মার্চ, ১৯৯৩। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে দিনটা ছিল শুক্রবার। ভারতের ইতিহাসে যা কুখ্যাত 'ব্ল্যাক ফ্রাইডে' (Black Friday) নামে পরিচিত। বিশ্বের ভয়ঙ্করতম জঙ্গি নাশকতার ঘটনাটি ঘটেছিল। মৃত্যু আর্তনাদ আর আতঙ্কে কেঁপে উঠেছিল মুম্বই (Mumbai)। ১৯৯৫ সালের পর থেকে এই নামেই শহরটিকে সবাই চেনে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছিল অন্তত ২৫৭ জনের, জখম হয়েছিলেন ৭০০র বেশি। মতান্তরে, মৃতের সংখ্যা ৩০০-র কিছু বেশি, জখম ১৪০০। তবে মুম্বইকরদের মনে গেঁথে থাকা সেই জখম আগামী অনেক বছর ধরে দগদগে হয়ে থাকবে। 

from Zee24Ghanta : Nation News https://ift.tt/gW50dEM

No comments:

Post a Comment