News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

Saturday, March 18, 2023

স্কুটারে ধাক্কা দেওয়ার জের, মাংসবিক্রেতাদের মারধর করে মুখে প্রস্রাব করল পুলিস

পুলিস সূত্রে জানা গিয়েছে, গাজিপুর কসাইখানায় মাংস সরবরাহ করেন ওই দুই মাংসবিক্রেতা। তারা মুস্তাফাবাদের বাসিন্দা। ভাই শোয়েবের সঙ্গে গাড়িতে বাড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় আনন্দ বিহারের কাছে একটি স্কুটারকে ধাক্কা দেয় ওই গাড়িটি। এরপর স্কুটার চালক তাদের কাছে ক্ষতিপূরণ বাবদ ৪ হাজার টাকা দাবি করেন।

from Zee24Ghanta : Nation News https://ift.tt/tvPuheE

No comments:

Post a Comment