News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

News Purulia 7 - Bangla News Purulia | খবর বাংলা পশ্চিমবঙ্গ |

Tuesday, March 19, 2024

Loksabha Election 2024 | BJP candidate List: ৪২-এ ১৯! বাংলায় বাকি আসনে বিজেপি প্রার্থী কারা?

প্রথম দফায় বাংলার ২০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বিজেপি। আসানসোলে প্রার্থী ছিলেন ভোজপুরী গায়ক-নায়ক পবন সিং। কিন্তু যেদিন নাম ঘোষণা করা হয়, তা পরের দিনই বেঁকে বসেন তিনি। এক্স হ্য়ান্ডেলে পোস্ট দিয়ে পবন জানিয়ে দেন, 'কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না'।  দ্বিতীয় তালিকায় অবশ্য ছিল না বাংলার কোনও আসন।

from Zee24Ghanta : Nation News https://ift.tt/VkKUXLi

No comments:

Post a Comment